বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘ওলামাদের সিদ্ধান্ত মেনে নেওয়াই তাবলিগের জন্য কল্যাণকর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তাবলিগের চলমান সংকট নিরসন না হওয়া পর্যন্ত হযরত ওলামায়ে কেরাম ও কাকরাইলের শুরার অধিকাংশের মতামত ছিল ভারতের শীর্ষ মুরুব্বিরদের প্রতিনিধি প্রেরণ করে ইজতিমাকে কামিয়াব করার।

মাওলানা সাদসহ শীর্ষ মুরুব্বিদের কেউই  না এসে প্রতিনিধি প্রেরণ করলে তাবলিগ ও দীনের জন্য কল্যাণকর হবে বলে মতামত দিয়েছেন মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

তাবলিগের পাঁচ উপদেষ্টার অন্যতম যিম্মাদার, যাত্রাবাড়ী  মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান আওয়ার ইসলামকে আরও বলেন, দাওয়াত ও তাবলিগ শুরু থেকে ওলামাদের তত্তাবধায়নে চলে আসছে।এখনও দারুল উলুম দেওবন্দসহ বাংলাদেশের আলেম-ওলামাদের সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে মোতাবেক তাবলিগ চললে দীনের জন্য কল্যাণকর হবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ