শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

গাজী ইয়াকুবের প্রার্থীতা, হাসান সিদ্দিকীর স্বপ্ন বনাম মাসউদ ভাইয়ের হাতপাখা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি হাবিবুর রহমান মিছবাহ: হাসান সিদ্দিকী ভাই স্বপ্নে দেখেছেন ইয়াকূব ভাইকে বলেছি- মাসউদ ভাইকে সমর্থন দিতে। স্বপ্নটা উল্টা দেখলেও অসুবিধা ছিলো না। কিন্তু স্বপ্ন তো কেউ ইচ্ছা করে দেখে না!

তবে যেভাবেই দেখুক, ব্যাখ্যাটা মোটামুটি একই। ঐক্যের ইঙ্গিত। সার্বক্ষণিক যে চিন্তা-চেতনা নিয়ে আমি ঘুরে বেড়াই, স্বপ্নটা তার একটা অংশ মাত্র। আমি তো চাই, শুধু ইয়াকূব ভাই আর মাসউদ ভাই কেনো, দেশের সব ইসলামী দল এক হয়ে যাক। ইসলামী দল বলতে একটা দলই থাকবে।

সব দ্বিধা-দ্বন্দ পায়ে দলে এক কাতারে দাঁড়াবেন জাতির রাহবার হযরত ওলামায়ে কেরাম। এক ইমামের পেছনে যদি সব দলের লোকেরা নামায পড়তে পারি, তাহলে রাজনীতির ক্ষেত্রে এক ইমামের ইক্তেদা করতে পারছি না কেনো?

কেউ ঘুমের মাঝে স্বপ্ন দেখছে, কেউ জেগে। ঘুমের স্বপ্নে কারো হাত নেই। ঘুমের স্বপ্ন মূলত বাস্তবতার দিকে ইঙ্গিত করে। বাস্তবে মিললে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। কিন্তু জাগ্রত স্বপ্ন! জাগ্রত স্বপ্নবাজদের অনেকের স্বপ্ন এমন থাকে- 'গাছে কাঁঠাল গোঁফে তেল'।

ফলে তাদের মোচ ও ঠোঁট তৈলাক্ত থাকায় কিছু মন্তব্য বেফাঁস করে ফেলে। মন্তব্যের ক্ষেত্রে ভদ্র হওয়া চাই। অনেকে মনে করে, বলতে পারলেই জিতলাম! তাই যখন যা মন চায় বলেই যায়। কারো অনুরোধ শোনে না। মানে না কারো নির্দেশনাও। কী অশ্লিলভাবে ঝাঁপিয়ে পড়ে! আসলে ওদের ব্যক্তিত্ব বা মনুষ্যত্ব কোনোটাই অবশিষ্ট্য নেই।

গাজী ইয়াকূব ভাইর প্রতি শুভ কামনা। তবে আমি হাতপাখার একজন পাক্কা সমর্থক। ইসলামী আন্দোলনকে সমর্থন করি। জন্মলগ্ন থেকে আজ অবধি তাদের কথার সাথে মিল রয়েছে। তাদের প্রতি ভরসা পাই। অপবাদ এসেছে কখনো আওয়ামী দালাল, কখনো বিএনপি। অথচ তারা আজও পর্যন্ত রয়েছে তাদের নীতিতে অটল।

বরং দালাল ট্যাগকারীরাই বিভিন্ন সময়ে দালালীর পরিচয় দিয়েছে। যতো দোষ নন্দঘোষ! আমি কারো অন্ধভক্তও নই, নই অন্ধশত্রুও। গাজী ইয়াকূব ভাই আমার বন্ধু। তার দলের প্রতি আমার বহু প্রশ্ন আছে। সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু দল ও ব্যক্তি ইয়াকূব ভাইকে একভাবে দেখি না আমি। আমি একটা দল করলে যে অন্য দলের কারো সাথে বন্ধুত্ব থাকতে পারবে না এমনটাও নয়।

বর্তমানে আমি কোনো দলের কোনো পর্যায়ের দায়িত্বশীল নই। কিন্তু বিভিন্ন সময় অনেকেই একটা দল সাপোর্ট করি বলে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে আমার নামে। এটা তারাই পারে, যারা একদলের অন্ধভক্ত আর অন্য দলের অন্ধশত্রু।

তিনি দল করেন বলে সেই দলের প্রার্থী হয়েছেন। এটা স্বাভাবিক বিষয়। কিন্তু জাগ্রত স্বপ্নবাজদের অতি বাড়াবাড়িটা পরিত্যাজ্য। মেয়র পদে ব্যক্তি গাজী ইয়াকূব ভাইর প্রতি আবারো শুভ কামনা। শেখ ফজলে বারী মাসউদ ভাইও আমার বন্ধু মানুষ। সিনিয়রও বটে। পাশাপাশি আমার আস্থার জায়গা ইসলামী আন্দোলনের প্রার্থী সে। অতএব, তার প্রতিও শুভ কামনা। সমর্থনটাও থাকবে হাতপাখা প্রতীকেই।

জয় হোক ইসলামের, জয় হোক সত্যের, জয় হোক মানবতার।

এইচজে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ