এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
ফটিকছড়িতে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "সুয়াবিল ইসলামী গণ পাঠাগার"।
"আছে যত নিঃস্ব - মজলুম-অসহায়, এসো সবে মিলে পাশে তার দাড়ায় " এই শ্লোগানকে প্রতিপাদ্য করে প্রতিবছরের ন্যায় এবারও জনকল্যাণমূখী এই কর্মসূচীর বাস্তবায়ন করেছে সংগঠনটি।
আজ সকাল ১০টায় শীতবস্ত্র বিতরণ অনুষ্টান উপলক্ষে ফটিকছড়িস্থ সুয়াবিল চুরখা হাট বাজারে পাঠাগারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের প্রবাস কমিটির সভাপতি মাওলানা ইয়াকুব আলী।
পাঠাগার সভাপতি কবি মাওলানা আলী আকবর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. গোলাম মুস্তফা চৌধুরীর সঞ্চালনায় বক্তারা বলেন, বিত্তশালীদের জীবন মান দিনদিন উন্নতির দিকে গেলেও এখনো অবহেলায় পড়ে আছে সমাজের দারিদ্রসীমার নিচে থাকা লোকজন।
শীতে কাঁপছে দেশ অথচ দরিদ্র অসহায়দের পাশে কেউ নেই।
সরকারীভাবে নিঃস্ব-অসহায়দের জন্য যা বরাদ্ধ আসে দুর্নীতিবাজ ও লুটেরাদের সেচ্চাসারিতায় তা হাওয়া হয়ে যায়। ফলে দুর্নীতিবাজরা হয় আঙ্গুল ফুলে কলা গাছ ও অসহায়রা টানি তাদের ভাগ্যের নির্মিম গ্লানি।
তাই সমাজ থেকে দারিদ্রতা দূর করতে সেচ্চাসেবি ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসা উচিত।
আলোচনা সভা শেষে সমাজসেবক জনাব আবু রায়হান এর সহযোগিতায় শতাধিক ব্যাক্তিদের মাঝে শীতবস্ত্র তোলে দেন পাঠাগারের দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমএ এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জমির উদ্দীন, মাওলানা জাহেদ, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা এরফান, মাওলানা ওমর, মাওলানা এমদাদ, আবু হানিফ, মোঃ রফিক প্রমুখ।
এইচজে