বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘মাওলানা সাদ ইস্যুতে দারুল উলূম দেওবন্দ আগের অবস্থানেই আছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মইনুদ্দিন তাওহিদ
উত্তরা থেকে

উত্তরায় দ্বিতীয় বারের মত চলছে দাওয়াত ও তাবলীগ নিয়ে চলমান সঙ্কট নিরসনে জরুরী আলোচনা সভা।

আলোচনা সভায় দেওবন্দ ফেরত প্রতিনিধি দলের মুখপাত্র আল্লামা মাহফুজুল হক  মাওলানা সাদ ইস্যুতে দারুল উলুম দেওবন্দের অবস্থান আগের মতই আছে বলে জানান।

তিনি এ মর্মে দারুল উলুমের লিখিত ভাষ্য পড়ে শোনান। যাতে স্পষ্ট উল্লেখ আছে যে, মাওলানা সাদ অস্পষ্টভাবে রুজুনামা পেশ করলেও তিনি তার বক্তব্য প্রচারে এবং দেওবন্দের তারদীদে রীতিমত লেখালেখি ও বয়ান চালিয়ে যাচ্ছেন। তাই দারুল উলূম দেওবন্দও তার আগের অবস্থানে আছে।

আকস্মিকভাবে আয়োজিত এ পরামর্শ সভায় ইতোমধ্যে উপস্থিত হয়েছেন,  বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব, মাওলানা আশরাফ আলী সাহেব, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মুফতী মিজানুর রহমান সাঈদসহ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ