আওয়ার ইসলাম : পাকিস্তানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোপানলে পড়লো বাংলাদেশ। পাকিস্তানের সামরিক সহযোগিতা বন্ধ করার পর এবার বাংলাদেশের আর্থিক সহযোগিতা হ্রাস করলো ট্রাম্প।
শুধু বাংলাদেশ নয় সামগ্রিক সহযোগিতার পরিমাণ কমিয়েছে ট্রাম্প প্রশাসন। বিভিন্ন দেশে মার্কিন সহায়তার পরিমাণ প্রায় অর্ধেকে কমিয়ে আনা হয়েছে।
চলতি বছর এ খাতে মাত্র আড়াই হাজার কোটি ডলার। যার বেশির ভাগই যাবে ইসরাইল, মিসরের মতো মিত্র দেশগুলোতে।
যুক্তরাষ্ট্রের ফরেন অ্যাসিস্ট্যান্স বিভাগের পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য।
বাংলাদেশের জন্য ২০১৭ সালে ২২ কোটি ডলার (প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা) বরাদ্দ ছিল। ২০১৮ সালে ৪০ শতাংশ (প্রায় ৬০০ কোটি টাকা) কমে তা দাঁড়িয়েছে ১৩ কোটি ৮৪ লাখ ডলারে।
তবে অন্যান্য বছরের মতো এবারও মার্কিন সহায়তা প্রাপ্তিতে ২৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
দীর্ঘদিন ধরেই এককভাবে বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র। প্রায় ১৫০টি দেশে বিভিন্ন খাতে বার্ষিক অর্থসহায়তা দিয়ে থাকে দেশটি।
উল্লেখ্য, গত ডিসেম্বরে জেরুজালেম ইস্যুতে জাতিসংঘে ভোটাভুটির সময় থেকেই প্রকাশ্যে বিভিন্ন দেশে অর্থসহায়তা কমানোর হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।