আওয়ার ইসলাম: তিন তালাক নিয়ে নীরবতা ভাঙল তৃণমূল কংগ্রেস৷ আর সেই নীরবতা ভাঙলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রত্যাশিতভাবেই তিনি কংগ্রেসের সুরে সুর মিলিয়েছেন৷ তিন তালাক বিরোধী বিল নিয়ে সমালোচনা করেছেন বিজেপির৷
বুধবার বীরভূমের আহমেদপুরে প্রশাসনিক জনসভা ছিল৷ ওই জনসভায় বক্তৃতা করতে গিয়ে একাধিক ইস্যুতে এদিন বিজেপির সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই তালিকায় কেন্দ্রীয় সরকারের তিন তালাক বিরোধী বিলও ছিল৷
মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়েছেন, তিন তালাকের পক্ষে তাঁরা নন৷ এই প্রথা চলা উচিত নয় বলেই তিনি মনে করেন৷ কিন্তু এই প্রথা বন্ধ করতে গিয়ে কেন্দ্রীয় সরকার মহিলাদের বিপদ বাড়াচ্ছেন বলে তিনি অভিযোগ করেন৷
প্রসঙ্গত, কয়েকমাস আগেই সুপ্রিম কোর্ট তাৎক্ষণিক তিন তালাককে অবৈধ বলে ঘোষণা করেছে৷ তার পর এ নিয়ে একটি বিল তৈরি করেছে কেন্দ্রীয় সরকার৷ সেই বিল গত বৃহস্পতিবার পাস হয়ে গিয়েছে লোকসভায়৷ সেদিন তৃণমূলের সাংসদদের কোনও ভূমিকা ছিল না৷ পুরোদিনই তাঁরা নীরব ছিলেন৷ বিতর্কেও অংশগ্রহণও করেননি৷
লোকসভায় পাস হওয়ার পর মোদী সরকারকে এবার রাজ্যসভায় পাস করাতে হবে তাৎক্ষণিক তিন তালাক বিরোধী ওই বিল৷ মঙ্গলবার বিল পেশ করার কথা থাকলেও তা হয়নি৷ বুধবার তা পেশ হয়৷ তবে বিরোধীদের হইহট্টগোলে আলোচনা হয়নি৷ মুলতুবি হয়ে যায় অধিবেশন৷
কেন্দ্রের আনা বিলে তিন তালাকের ঘটনায় অভিযুক্ত স্বামীর তিন বছরের কারাদণ্ডের ব্যবস্থা করা হচ্ছে৷ কংগ্রেস-সহ বিরোধীরা কেন্দ্রের তৈরি বিলের ওই অংশ নিয়ে আপত্তি তুলেছে৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও সেই প্রসঙ্গ উঠে এসেছে৷ তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার ভুল বিল নিয়ে এসেছে৷ এতে মহিলারা আরও বিপদে পড়বেন৷
তবে তৃণমূল কংগ্রেস মহিলাদের পক্ষে সেকথাও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর বক্তৃতায় উল্লেখ করেছেন৷ সংসদে তৃণমূলের মহিলা সাংসদের সংখ্যা বেশি৷ পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষণের বিষয়টিও তিনি তুলে ধরেন৷
এখন দেখার এই পরিস্থিতিতে তাঁর দলের সাংসদরা আগামিকাল সংসদের উচ্চকক্ষে কী অবস্থান নেন। খবর কলকাতা ২৪।
এসএস/