বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


ডেনমার্কে বৃদ্ধি পাচ্ছে মসজিদ ও মুসলিমদের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আন্তর্জাতিক ডেস্ক

ডেনমার্কে গত দশকে ৪৮ শতাংশ হারে মসজিদ বৃদ্ধি পেয়েছে। দেশটিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হারও বেশি। ডেনমার্কে ৫৭ লাখ জনসংখ্যার মধ্যে ৭ শতাংশ মুসলমান রয়েছে। খবর ওয়াল্ড বুলেটিন।

সম্প্রতি, ডেনমার্কে আরহুশ ইউনিভার্সিটির (Aarhus University) একদল গবেষক দেশটিতে মসজিদের সংখ্যা ও মুসলিম অধিবাসীদের বৃদ্ধি সম্পর্কিত বিষয়ে গবেষণা করছে। গবেষণায় দেখা যায়, গত দশকে ৪৮ শতাংশ হারে মসজিদ বৃদ্ধি পেয়েছে।

স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্কের গবেষকদের গবেষণায় দেখা যায়, ২০০৬ সালে দেশটির মসজিদের সংখ্যা ছিল ১১৫। ২০১৭ সাল পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ১৭০-এ। গত দশকে ডেনমার্কে মসজিদ বৃদ্ধির হার ৪৮ শতাংশ।

গবেষকরা আরো জানান দেশটিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হারও বেশি। ডেনমার্কে ৫৭ লাখ জনসংখ্যার মধ্যে ৭ শতাংশ মুসলমান রয়েছে।

মূলত, ইসলাম ও মুসলমানদের ব্যাপারে অন্য ধর্ম ও মতালম্বীদের আগ্রহ-উদ্দীপনার পাশাপাশি উদ্বেগ এবং পেরেশানিরও শেষ নেই। এই আগ্রহ মেটাতে ও পেরেশানি দূর করতেেই গবেষকেরা এই প্রকল্প হাতে নিয়েছেন।

আরাফাস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লিন কুহলে ও মালাল লার্সেন-এর তত্ত্বাবধানে এ জরিপ ও গবেষণা পরিচালিত হয়।
আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ