গতকাল মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার আটশত ৩ জন।
নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দিন আহমেদ আজ নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন।
জেলা উপজেলা ও ইউনিয়ন পযার্য়ে গুরুত্বপূর্ণ স্থানে খসড়া ভোটার তালিকা টানানো হবে। খসড়া ভোটার তালিকার ব্যাপারে কারো কোনো আপত্তি থাকলে ১৭ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে হবে।
২০০৮ সালের পর থেকে এ পর্যন্ত ২ কোটি ২৯ লাখ ৬৪ হাজার ৮৮০ জন ভোটার বেড়েছে। এর আগে দেশে মোট ভোটার ছিল ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩ জন।
তিনি বলেন, নতুন ভোটারদের মধ্যে ২০১৭ সালে ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩ জন এবং ২০১৬ সালে ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জনের তথ্য সংগৃহীত হয়।
তিনি আরো জানান, ভোটার তালিকা থেকে মৃত ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জনের নাম বাদ দেয়া হয়েছে।
মোট ভোটারের মধ্যে ৫ কোটি ২৪ লাখ ৬২ হাজার ৮৬৫ জন পুরুষ এবং ৫ কোটি ১৫ রাখ ৮৯ হাজার ১৮ জন নারী।
আগামী ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
সূত্র : বাসস