বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বন্টন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শপথের মাধ্যমে মন্ত্রীসভায় যোগ হওয়া নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে দফর বন্টন সম্পন্ন হলো।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান।

শপথ নেওয়া চার মন্ত্রী, প্রতিমন্ত্রীর মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা নারায়ণ চন্দ্র চন্দ ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন।

টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আইসিটি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার পেয়েছেন আইসিটি মন্ত্রণালয়, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একে এম শাহজাহান কামাল পেয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব।

এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

মন্ত্রীসভায় পুরনো একজনসহ নতুন তিনজন যোগ হওয়ায় বর্তমানে মন্ত্রীসভার আকার বেড়ে হয়েছে ৫৪। তাদের মধ্যে ৩৩ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী এবং দুইজন উপমন্ত্রী।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ