তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে
দশ দিনের সফরে বাংলাদেশে আসছেন উপমহাদেশের শ্রেষ্ঠ দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের নাযেমে দারুল ইক্বামা ও পীর জুলফিকার আলী নক্বশবন্দী রহ.-এর সুযোগ্য খলীফা মাওলানা মুনিরুদ্দীন উসমানী নক্বশবন্দী৷
আজ মঙ্গলবার ভারতের স্থানীয় সময় দুপুর একটা বেজে পঁচিশ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বিকেল চারটায় তিনি ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন বলে জানা গেছে৷ ঢাকা ও চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলায় ইসলামি সম্মেলন ও ইসলাহি মজলিসে অংশগ্রহণ শেষে ফিরবেন আগামী ৪ জানুয়ারি।
জানা যায়, এবার হযরতকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরার নাযেমে তালীমাত মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী। সমতে হেমায়েতুল্লাহ সাহেবের অধীনে প্রধান সফর থাকছে ঢাকাতে আগামী কাল বুধবার৷
বাংলাদেশ এয়ারপোর্টে হযরত মুনিরুদ্দীন উসমানী নক্বশবন্দীর অভ্যর্থনায় থাকবেন ঢাকা গুলশান নতুন বাজার "জামিয়া সাঈদিয়া কারীমিয়া"(সাঈদ নগর মাদ্রাসা)-এর সিনিয়র মুদাররিস মুফতী আব্দুল আজীজ কাসেমী, মুন্সিগঞ্জ মারকাযুল কারীম ইসলামী রিসার্চ সেন্টার-এর প্রিন্সিপ্যাল মুফতী ছানাউল্লাহ কাসেমী, গাজীপুর জামিয়াতু উলুমিল ইসলামীয়া এর সিনিয়র মুহাদ্দিস মুফতী জহীরুল ইসলাম কাসেমী৷
হজরতের সফরসূচী:
২৬ ডিসেম্বর মঙ্গলবার: বাংলাদেশে আগমন ও গাজীপুর জামিয়াতু উলুমিল ইসলামীয়ায় অবস্থান৷
২৭ ডিসেম্বর বুধবার:রাতে শাহবাগ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তাফসীরুল কোরআন মাহফিলে বয়ান৷
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার: নোয়াখালী আজীজুল উলুম মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে বয়ান৷
২৯ ডিসেম্বর শুক্রবার: চট্রগ্রাম বিভাগীয় মুজাহিদ কমিটির উদ্যোগে ঐতিহাসিক রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানের ৩ দিন ব্যাপী মাহফিলে বয়ান৷
৩০ ডিসেম্বর শনিবার: ফেনী মডবাড়িয়া মাদ্রাসার দস্তারবন্দী মহাসম্মেলনে বয়ান৷
৩১ ডিসেম্বর রবিবার: সকাল ফেনী জামিয়া রশীদিয়ায় তরবিয়াতি মজলিস ও
রাতে সোনাগাজী ইসলামী মহাসম্মেলনে বয়ান৷
০১ জানুয়ারী সোমবার: জামিয়া ইসলামীয়া সুবাষপুর মুন্সিগন্জ বার্ষিক মাহফিলে বয়ান৷
০২ জানুয়ারী মঙ্গলবার: কুমিল্লা কওমী সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিকইসলামী মহা সম্মেলনে বয়ান৷
০৩ জানুয়ারী বুধবার: সিরাজদিখান, মুন্সিগন্জে তরবিয়াতী ও ইসলাহী সম্মেলন
০৪ জানুয়ারী বৃহস্পতিবার:
সকাল ১০ টায় ঢাকা ত্যাগ৷
সফর ব্যবস্থাপনায়:
মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী
নাজেমে তালীমাত : জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা ঢাকা।
এইচজে