শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

শহরকে মশামুক্ত করার দাবীতে মশারি টানিয়ে বিক্ষোভ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কর্মব্যস্ত দিনের বেলায় ব্যস্ত সড়কে মশারি টানিয়ে অভিনব অবরোধ। দাবি, শহরকে মশামুক্ত করতে হবে। পৌর কর্তৃপক্ষকে নিতে হবে মশা নিধনে উপযুক্ত ব্যবস্থা।

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গতকাল শনিবার এমনই আন্দোলনে শামিল হন ভারতীয় যুব মোর্চার (বিজেপির যুব সংগঠন) নেতা-কর্মীরা। আগরতলার দুর্গা চৌমহনিতে বেলা ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চলে মশারি টানিয়ে প্রতিবাদ।

রাস্তার মধ্যেই মশারি টানিয়ে তার ভেতরে বসে প্রতিবাদে শামিল হন বিজেপি সমর্থকেরা। তাঁদের অভিযোগ, শহরে মশার উপদ্রব মারাত্মক বেড়ে গিয়েছে। কিন্তু সিপিএম পরিচালিত আগরতলা পৌরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই তাঁরা মশারি টানিয়ে প্রতিবাদে নেমেছেন।

ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা বিধানসভার নির্বাচন। মূল লড়াই শাসক সিপিএমের সঙ্গে বিজেপির। সেই লড়াইকে মাথায় রেখেই এদিন ‘জনস্বার্থে’ মশারি আন্দোলনে নামে বিজেপির যুব সংগঠন।
মশার দাপটে আগরতলাবাসী বেশ কিছুদিন ধরেই দুর্ভোগে পড়েছে। মশাবাহিত রোগ বাড়ছে।

তেমনি বাড়ছে মশার কারণে বিরক্তিও। পৌর কর্তৃপক্ষ মশা মারতে ওষুধ স্প্রে করলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম বলেই সাধারণ মানুষের ধারণা।

এই অবস্থায় মশারি টানিয়ে পথ অবরোধে প্রশাসনের টনক কিছুটা হলেও নড়ে। ছুটে আসেন পুলিশ ও পুর প্রশাসনের কর্তারা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর অবরোধ ওঠে।

তবে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেয় বিজেপির ওই যুবক বাহিনী।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ