আওয়ার ইসলাম : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ফিলিস্তিন সফরের আশ্বাস দিয়েছেন। শুক্রবার প্যারিসে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
ম্যাখোঁ বলেন, ‘আমি যেসব বিষয়ে অঙ্গিকার করি, তার বিষয়ে স্পষ্ট থাকি। ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না।’ তিনি ২০১৮ সালে ফিলিস্তিন সফরে যাবেন বলেও আশ্বাস দেন।
গত শুক্রবার ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্যারিস সফরে যান। সেখানে তিনি ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি পক্রিয়ায় মধ্যস্থকারী হিসিবে ফরাসি প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করেন আব্বাস।
তিনি বলেন, ‘আপনার (ম্যাখোঁ) প্রতি আমাদের বিশ্বাস আছে। আমরা আপনার দেশের জোরালো ভূমিকা প্রত্যাশা করি এবং আপনার পদক্ষেপকে সম্মান জানাই।’
এই বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সাফ জানিয়ে দেন, তার দেশের জনগণ আর কখনোই যুক্তরাষ্ট্রের কোনো শান্তি পরিকল্পনা মেনে নেবে না।
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রেক্ষাপটেই তিনি একথা জানান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি প্রক্রিয়ার একটি গোপন পরিকল্পনা করছে। ২০১৮ সালে ওয়াশিংটন এটি উপস্থাপন করবে বলে বলা হচ্ছে।
ফিলিস্তিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা শান্তি আলোচনার অসৎ মধ্যস্থাকারী। ফলে ভবিষ্যতেও আমরা তাদের কোনো প্রস্তাব মেনে নেব না।’
তিনি জেরুজালেম ইস্যুতে বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ১২৮টি দেশ ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় ধন্যবাদ জানান।
একই সঙ্গে আব্বাস বলেন, ‘আমি আশা করি, অন্য দেশগুলোও এ থেকে শিক্ষা নেবে কিভাবে চাপিয়ে দেওয়া সমাধানকে প্রত্যাখ্যান করতে হয়।’
ফরাসি প্রেসিডেন্ট আবারো জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করার মার্কিন সিদ্ধান্তের সমালোচনা করেন। তবে তিনিও পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দেননি। বরং দুই রাষ্ট্রের পুরনো সমাধানের কথাই জানান। সূত্র : আল-জাজিরা