আওয়ার ইসলাম: ফিলিপাইনে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আও বাড়তে পারে বলে ধারা করা হচ্ছে। খবর বিবিসি
রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে দাভাও শহরের নিউ সিটি কমার্শিয়াল সেন্টারের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ওপরের তলায় ছড়িয়ে পড়ে।
এ সময় চতুর্থ ফ্লোরে একলসেন্টারের কর্মীরা আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেন।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের প্রধান অপারেটিং অফিসার ইমানুয়েল জালদন জানান, আটকেপড়া ওই সব মানুষের বাঁচার কোনো সম্ভাবনা ছিল না।
এদিকে ভয়াবহ এ দুর্ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন।
উল্লেখ্য, ফিলিপাইনে মৌসুমি ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৮২ জনের নিহত হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন বহু মানুষ।