হাওলাদার জহিরুল ইসলাম: গত আট মাস থেকে সৌদি-কাতারের মাঝে চলমান সংকট সমাধানের পরিবর্তে নতুন করে আরো বড় ধরনের সংকট তৈরী হয়েছে।
আলোচনা ও সমাধানের সব চেষ্টার পরও সৌদি আরব কাতার সংলগ্ন নিজেদের সীমান্ত সিলগালা করে দিয়েছে। এর ফলে আলোচনার আর কোন সম্ভাবনাই বাকি থাকলো ন।
মিডলইস্ট আই জানিয়েছে, গতকাল সৌদি কাস্টমসের জারি করা এক নোটিশে বলা হয়েছে, আগামী সোমবার থেকে সমম্পূর্ণরুপে দুই দেশের সীমান্ত গেট সিলগালা করে দেয়া হবে।
এর আগে দুই দেশের সংকট সামাধানের উদ্দেশ্যে কুয়েতে এক বিশেষ মিটিং আহ্বান করা হয়েছিলো। কিন্তু সৌদি আরব, আরব আমিরাত ও বাহরাইন কেউ এতে বসতে সম্মত হয়নি।
উল্লেখ্য, বন্ধ হতে যাওয়া ওই সীমান্ত গেট কাতারবাসীর স্থল পথে হজে যাওয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিলো। যা হজের মওসুমে দুই সপ্তাহের জন্য খুলে দেয়া হতো।
ডেইলি পাকিস্তান।