আওয়ার ইসলাম: রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূলের নির্দেশ দাতা হিসেবে মিয়ানমারের সেনা কর্মকর্তা মং মং সোকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ট্রেজারি বিশ্বজুড়ে মানবাধিকার হরণ ও দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযুক্ত ৫২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কালো তালিকা প্রকাশ করে। এতে জেনারেল সোর নাম রয়েছে।
মার্কিন ট্রেজারির সেক্রেটারি স্টিভ মুচিন বলেন, জেনারেল সোয়েকে কালো তালিকাভুক্ত করার মধ্য দিয়ে তারা মিয়ানমারকে এ বার্তা পাঠিয়েছেন, অপকর্মের জন্য তাদের বিরাট মাসুল গুনতে হবে।
গত আগস্টে সংঘাত শুরু হওয়ার পর মিয়ানমার থেকে পালিয়ে সাড়ে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অনেকেই গুলিবিদ্ধ বা জখম অবস্থায় এসেছে। তারা বলেছে, মিয়ানমারের সৈনিকরা স্থানীয় উশৃঙ্খল বৌদ্ধদের সঙ্গে নিয়ে তাদের গ্রাম পুড়িয়ে দিয়েছে এবং তাদের ওপর আক্রমণ চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে।
জাতিসংঘ রাখাইন সেনাদের নিপীড়নকে পাঠ্যপুস্তকে লিখে রাখার মতো 'জাতিগত নির্মূল' বলে আখ্যায়িত করেছে।
মার্কিন ট্রেজারির বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানকালে ব্যাপকহারে সংঘটিত মানবাধিকার লংঘনের জন্য জেনারেল সো।
‘রোহিঙ্গা সমস্যা মানবিক সংকট! একে ধর্মীয় সংকট বলা উচিৎ নয়’