আওয়ার ইসলাম : আল-আকসার নির্মাণবিভাগের প্রধান বাশাম আল হালাককেসহ আরেকজন কর্মীকে গ্রেফতার করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বিভাগের কর্মীরা জানিয়েছে ইসরায়েল সবসময়ই আল-আকসার নির্মাণ বিভাগকে লক্ষ্য করে আসছে। ইসরায়েলি অনুমতি ছাড়া আল-আকসার নির্মাণ কাজ করায় এর আগেও কয়েকবার গ্রেফতার করা হয়েছে হাশামকে।
৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এই নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ জারি রয়েছে।
এদিকে আল-আকসার মুগরাবি প্রবেশদ্বারে ইসরায়েলি সেনাদের নিরাপত্তা বাহিনীর সহায়তায় ইসরায়েলিরা অভিযান চালাচ্ছে। আরএম/