শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

সৌদি রাজপ্রাসাদের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইরানের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র দাবি করেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে রাজপ্রাসাদ লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইরানে নির্মিত।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রিয়াদের আল ইয়ামামা রাজপ্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। তবে আঘাত হানার আগেই সেটি আকাশে রুখে দেয় সৌদি সেনাবাহিনী। পরে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে ‘বুরকান এইচ২’ নামের ক্ষেপণাস্ত্রটি ছোড়ার দায় স্বীকার করা হয়।

এর পর পরই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন দূত নিকি হ্যালে বলেন, সৌদি আরবের দিকে এর আগে হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মতো এটিতেও বিশেষ নির্দেশক ছাপ ছিল, যা ক্ষেপণাস্ত্রটির প্রস্তুতকারক হিসেবে ইরানকেই নির্দেশ করে।

হ্যালে আরো বলেন, ‘তেহরানের সন্ত্রাসবাদ প্রকাশ্যে আনতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং তাদের কাছে সতর্কবার্তা পৌঁছাতে প্রয়োজোনীয় সব কিছু করতে হবে। আমরা যদি তা না করি, তাহলে ইরান আঞ্চলিক সংঘাতকে আরো গভীরে নিয়ে যাবে।’

তবে হুতি বিদ্রোহীদের হাতে ক্ষেপণাস্ত্র তুলে দেওয়ার আভিযোগ অস্বীকার করেছে ইরান।

মঙ্গলবার রিয়াদের ওই রাজপ্রসাদে সৌদি নেতাদের বৈঠক ছিল। রাজপ্রসাদের মুখপাত্র মোহাম্মদ আবদুস সালাম টুইটারে জানান, রাজপ্রাসাদে সৌদি নেতাদের বৈঠক লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। সে সময় যুবরাজ মুহাম্মদ বিন সালমানের উপস্থিত থাকার কথা ছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সৌদি রাজার সব প্রাসাদ হুথিদের ক্ষেপণাস্ত্রের নাগালে!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ