আওয়ার ইসলাম: গুজরাতের উজ্জীবিত ফলাফলে চাঙ্গা কংগ্রেস এবার রাজস্থানের স্থানীয় ভোটে ভাল ফল করল। চারটি জেলা পরিষদের সবগুলিই তারা জিতেছে। একটিও পায়নি বিজেপি।
২৭টি পঞ্চায়েত সমিতির আসনের ১৬টিতে, ৬টি নগর পালিকা আসনে জয়ী হয়েছে কংগ্রেস। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও নগর পালিকা উপনির্বাচনে এই সাফল্য পেল তারা। ১০টি পঞ্চায়েত সমিতি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে, যদিও সাতটি নগর পালিকা ওয়ার্ড পেয়েছে তারা।
১৯টি জেলার ২৭টি পঞ্চায়েত সমিতি, ১২টি জেলার ১৪টি নগর পালিকা ও চারটি জেলা পরিষদ নির্বাচনে ভোট হয় ১৭ ডিসেম্বর।
দলের জয়ে খুশি রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পায়লটের দাবি, স্থানীয় পুরভোটের ফল থেকে প্রমাণ, রাজস্থানেও বিজেপি শাসনের শেষের শুরু হয়ে গেল। গত চার বছরে মানুষের আশাআকাঙ্খার প্রতিফলন ঘটিয়েছে কংগ্রেস, তারা পার্টিকে ভরসা করছেন।
আলোয়ার, আজমের লোকসভা কেন্দ্র ও মন্ডলগড় বিধানসভা আসনের আসন্ন উপনির্বাচনেও একই ফল হবে বলে পূর্বাভাস দেন পায়লট। বিজেপির দুই সাংসদ, ১ বিধায়কের আকস্মিক মৃত্যুতে কেন্দ্রগুলিতে উপনির্বাচন করতে হচ্ছে।
পুরভোটের ফল বিজেপির কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের পুত্র দুষ্যন্ত সিংহের শক্ত ঘাঁটি বলে পরিচিত বরণ জেলায় দুটি নগর পালিকা ওয়ার্ড তাদের হাতছাড়া হয়েছে।
যদিও রাজ্য বিজেপি মুখপাত্র আনন্দ শর্মার দাবি, বহু আসন কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন তাঁরা, দলের ফল ভাল হয়েছে। গত আগস্টে নগর পুরসভা ও পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের উপনির্বাচনে মোট ৩৭টি আসনের মধ্যে ১৯টি পায় কংগ্রেস, বিজেপি ১০টি।
এবিপি নিউজ
এইচজে