শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

বাধা সত্তেও আল আকসা প্রাঙ্গণে নতুন ইহুদি উপাসনালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল আকসা প্রাঙ্গণে নতুন ইহুদি উপাসনালয় খুলেছে ইসরাইল। ১২ বছরের নির্মাণ শেষে গত সোমবার সিনাগগটি খুলে দেওয়া হয়।

পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণের আল বুরাক ওয়ালের আওতায় নতুন এ উপাসনালয় খোলা হয়। আল বুরাক ওয়াল ইহুদিদের কাছে ওয়েস্টার্ন ওয়ার্ল হিসেবে পরিচিত।

এক বিবৃতিতে ইসরাইলের সরকারি সংস্থা হেরিটেজ ফাউন্ডেশন অব ওয়েস্টার্ন ওয়াল সিনাগগটি উম্মুক্ত করার কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘বিরল শিল্প ও একক লাইটিং ব্যবস্থার সমন্বয়ে উপাসনালয়টির অদ্বিতীয় নকশা প্রণয়ন করা হয়েছে, যা প্রাচীন ও আধুনিককালের মধ্যে এক বিস্ময়কর বৈসাদৃশ্য তৈরি করেছে।’

এদিকে, সাম্প্রতিক বছরগুলোতে মসজিদ প্রাঙ্গণের সীমানার মধ্যে ইসরাইলি কর্তৃপক্ষ কর্তৃক খনন কাজের ঘটনায় একাধিকবার প্রতিবাদ জানিয়েছে পূর্ব জেরুজালেমের ইসলামি সংগঠনগুলো। তা সত্বেও উপাসনালয়টি উম্মুক্ত করল ইসরাইলি কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে জেরুসালেমের সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান ও আল আকসার সাবেক ইমাম শেখ ইকরিমা সাবরি জোর দিয়েই বলেছেন, ‘‘আল বুরাক ওয়াল আল আকসার পশ্চিম প্রাচীরেরই অংশ।’’

সাবরি বলেন, ‘‘প্রাচীরটি আমাদের ইসলামিক ঐতিহ্যের অংশ এবং এটা রায়ের আগ পর্যন্ত এভাবেই থাকবে। জেরুসালেমের ঐতিহ্যের ওপর দখলদার ইসরাইলের কোনো অধিকার নেই। নতুন ওই সিনাগগের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই।’’

 

জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর থেকেই দেশটিতে ইন্তিফাদার ঘোষণা দেয় ফিলিস্তিন। সে আন্দোলন এখনো অব্যাহত রয়েছে। বিশ্বব্যাপী চলছে এ সিদ্ধান্তের নিন্দা।এর মধ্যেই সিনাগগটি উন্মুক্ত করা হলো।

আল আকসা প্রাঙ্গণে নতুন ইহুদি উপাসনালয় খুলল ইসরাইল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ