আওয়ার ইসলাম: সোমবার জেরুজালেম প্রসঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এক খসড়া প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। জেরুসালেম ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ওই ভেটো আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করছে ফিলিস্তিন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পরামর্শক নাবিল আবু দেনেহ বলেন, যুক্তরাষ্ট্রের ভেটো শান্তি প্রক্রিয়ায় কোনোভাবেই সহায়তা করবে না।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি এবং ওই শহরে মার্কিন দূতাবাস স্থাপনের পরিকল্পনার বিরোধিতা করে খসড়া প্রস্তাবটি উত্থাপন করা হয়।
তবে যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগ করায় প্রস্তাবটি গৃহীত হয়নি। অবশ্য নিরাপত্তা পরিষদের বাকি ১৪ দেশ এ প্রস্তাবকে সমর্থন করে ভোট দেয়।
অবশ্য এর আগে ফিলিস্তিন জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ভেটো দিলে তারা সাধারণ পরিষদের জরুরিসভা আহ্বান করবে।
এইচজে