আওয়ার ইসলাম: আলজেরিয়ার ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভকারীরা ট্রাম্প ও বাদশা সালমানের একটি ব্যঙ্গচিত্র তৈরি করেছেন। এ নিয়ে ফুসছে সৌদি।
জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে গত শনিবার আলজিয়ার্সের একটি স্টেডিয়ামে ওই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেখা যায় হাজারও বিক্ষোভকারী ওই ব্যঙ্গচিত্র ধরে আছেন।
চিত্রে দেখা যায়, অর্ধেক অংশ সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ এবং বাকি অর্ধেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই চিত্রের মাধ্যমে ট্রাম্পের প্রতি আরব ও মুসলিম বিশ্বের ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
ব্যানারগুলোর ক্যাপশনে লেখা ছিল- ‘একই মুদ্রার দুই পিঠ’।
ব্যঙ্গচিত্রটি মুহূর্তেই সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। সৌদি মিডিয়াগুলো এ ঘটনাকে বাদশা সালমানের জন্য অপমান বলে মনে করছে।
সোমবার বিষয়টি নিয়ে সৌদি শুরার চেয়ারম্যান আবদুল্লাহ বিন ইব্রাহিম আল-শেখ আলজেরিয়ান কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন।
এ ঘটনায় আলজেরিয়ায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-সালেহ ব্যঙ্গচিত্রটির সমালোচনা করেছেন। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘চিত্রটির সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে’।
৩০ কোটি ডলারে কেনা সৌদি যুবরাজের প্রাসাদে কী আছে? (ভিডিওসহ)