ইন'আমুল হাসান ফারুকী : জেরুসালেম ও বাইতুল মুকাদ্দাস ইস্যুতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের জোরালো ভুমিকার প্রশংসা করলেন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
বিশেষ করে ওআইসি সম্মেলন বাস্তবায়ন করায় আল্লামা বাবুনগনরী তুর্কি প্রেসিডেন্টের ভূয়সী প্রসংসা করে বলেন, আমি প্রেসিডেন্ট এরদোগানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সৌদি আরবসহ অন্যান্য মুসলিম রাষ্ট্র প্রধানরা যদি জেরুসালেমের টানে এভাবেই এগিয়ে আসেন, তাহলে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের প্রতি ইহুদি খ্রিষ্টানরা বাঁকা চোখে তাকানোর দুঃসাহস দেখাতে পারবে না।
এর আগে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে ওআইসির সম্মেলনে পূর্ব জেরুসালেমকে ফিলিস্তিনির রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছিলেন এরদোগান।
জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর থেকেই তীব্র প্রতিক্রিয়া জানায় তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগান স্পষ্ট ঘোষণা দেন এটা মুসলিম বিশ্ব মেনে নেবে না। এ ধরনের সিদ্ধান্ত যুদ্ধ ঘোষণার শামিল।
আরএম