হাওলাদার জহিরুল ইসলাম: আজ সোমবার ফিলিস্তিনের গাজা শহরের উত্তরে হামাসের প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ করে ইসরাইলি যুদ্ধবিমান থেকে বড় ধরনের হামলা চালানো হয়েছে।
এতে অন্তত ২ ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হওয়েছে। আাহত হয়েছে আরো কয়েকজন।
মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের ভাষ্য মতে, গত রবিবার রাতে হামাসের ইসরাইলের সীমান্ত এলাকায় রকেট হামলার প্রেক্ষিতে এ বিমান হামলা চালানো হয়েছে। তবে হামাসের পূর্ব সতর্কতার ফলে অধিক মানুষের মৃত্যু না হলেও হামাসের কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়েগেছে।
বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের বিতর্কিত ঘোষণার পর এই হামলার মধ্য দিয়ে হয়তো দুই দেশের মাঝে অনাকাঙ্খিত যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। যা মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মারাত্মক বাজে প্রভাব ফেলবে।
সূত্র: আল আরাবিয়া