হাওলাদার জহিরুল ইসলাম: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল যুবাইর বলেছেন, সৌদি সরকার ইসরাইলের সঙ্গে কোন ধরনের সম্পর্ক স্থাপন করে নি। বরং সৌদি সরকার জেরুসালেম বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে।
আদেল আল যুবাইর ফ্রান্সের চ্যানেল টুয়েন্টি ফোরকে দেয়া এক সাক্ষাতকারে আরো বলেছেন, বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে সৌদি আরবের অবস্থান একদম পরিস্কার।
আমরা ফিলিস্তিন বিষয়ে জাতিসংঘে গৃহীত সিদ্ধান্ত ও আরব-নীতি অনুযায়ী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী। ১৯৬৭ সালের সীমানাতেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকবে। যার রাজধানী হবে পূর্ব জেরুসালেম। এর বাইরে কারো কোন কথা বা সিদ্ধান্তের কোনই মূল্য নেই।
সূত্র : ডেইলি পাকিস্তান