শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন

সম্মিলিত প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়, কারো একক অবদানে নয়: কর্নেল অলি আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুক্তিযুদ্ধে কারো একক অবদানে দেশ স্বাধীন হয়নি, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশ স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

শুক্রবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে এলডিপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা অস্ত্র হাতে নেন নাই, যুদ্ধ করেন নাই, কলকাতা অথবা ত্রিপুরায় বসে সিনেমা দেখেছেন তারা এখন টেলিভিশনে মুক্তিযুদ্ধের কথা বলে, পত্রিকায় কলাম লিখে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছেন।

সাবেক মন্ত্রী কর্নেল অলি বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে যখন দেশবাসী দিশেহারা হয়ে দিগ্বিদিক ছুটোছুটি করছে। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে অষ্টম বেঙ্গল রেজিমেন্টকে সঙ্গে নিয়ে আমরা চট্টগ্রাম থেকে প্রথমে বিদ্রোহ করি। ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন।

ঢাকা মহানগর উত্তর এলডিপির আহবায়ক ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য প্রফেসর আব্দুল্লাহ, আব্দুল গণি, ভাইস চেয়ারম্যান হামিদুর রহমান খান, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী, তথ্য গবেষণা সম্পাদক উপাধ্যক্ষ মাহবুবুর রহমান ও যুব বিষয়ক সম্পাদক শফিউল বারি রাজু প্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ