আওয়ার ইসলাম: রাশিয়ায় ২০১৮ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ইউনাইটেড রাশিয়া দলের হয়ে জয়লাভ করেন পুতিন। আগামী নির্বাচনে দলীয় প্রার্থী না হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন বলে জানিয়েছেন পুতিন নিজেই।
মস্কোয় স্থানীয় সময় বৃহস্পতিবার দেশি-বিদেশি সাংবাদিকের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুতিন। সংবাদ: তাস।
রুশ সংবাদ সংস্থা ‘তাস’ জানায় দলীয় প্রার্থী না হলেও কর্মীদের সমর্থন আশা করে পুতিন বলেন, ‘যারা আমার আদর্শ ধারণ করে এবং আমার ওপর বিশ্বাস রাখে, সেসব রাজনৈতিক দল ও সংগঠনের সমর্থন আশা করছি’।
ধারনা করা হচ্ছে পুতি মনে করছেন, নির্দিষ্ট একটি দলের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলে অধিকাংশ ভোটারের সমর্থন তিনি পাবেন না তাই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এসএস/