আওয়ার ইসলাম: সৌদি আরবের ইসলামিক মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ধর্মীয় সফরে মালদ্বীপে পৌঁছেছেন। তারা সেখানে বিভিন্ন ইসলামি স্থাপনা পরিদর্শন, পুস্তক বিতরণ ও ধর্ম উন্নয়নে কাজ করবেন।
সফররত সৌদি আরবের ইসলামিক মন্ত্রণালয়ের দুই কর্মকর্তারা হলেন, শেখ মোহাম্মদ হামাদ আল মাখানোহ ও শেখ ফাহাদ আল সুলাইহিম, উভয় সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা। গত ১১ নভেম্বরে মালদ্বীপের ধর্ম মন্ত্রী ডাঃ আহমেদ জিয়াদ বাকির তাদেরকে স্বাগত জানান।
সৌদি প্রতিনিধিদল গতকাল মালদ্বীপের ধর্মীয় পন্ডিতদের সঙ্গে এক বৈঠক করেন, সেখানে মালদ্বীপের ধর্ম মন্ত্রী সহ আর অনেক মন্ত্রীরা উপস্থিত ছিলেন ।
সৌদির প্রতিনিধিরা মালদ্বীপের রাজধানী মালে একটি নতুন কবরস্থান পরিদর্শন করেন। এ সময় তারা বলেন, তাদের এই সফরের উদ্দেশ্য হল দরিদ্র জনগোষ্ঠীকে কীভাবে কবর দেওয়া হয় এবং এখন থেকে কিভাবে আরো ভালোভাবে কবর দেওয়া যায় সেই ব্যবস্থা করা।
তারা আরো জানায়, বিচ্ছিন্ন মানুষদেরকে কিভাবে এক করা যায়, প্রযুক্তিগত দক্ষতা ও ইসলামি জ্ঞান উন্নয়নে তারা কাজ করবেন। এছাড়াও আলেম ওলামাদেরকে নিয়ে বিভিন্ন কর্মশালা ও ধর্মীয় পাঠ্যবই বিতরণ করবেন।।
এসএস/