হাওলাদার জহিরুল ইসলপাম: সৌদি আরবে আদালতের এক রায়ে বলা হয়েছে, এখন থেকে কোন সৌদি নার্স ডিউটিতে থাকা অবস্থায় সেলফি তুলতে পারবে না।
আরব গণামধ্যমের ভাষ্য অনুযায়ী, মক্কা মুকাররমার আপিল বিভাগ জানিয়েছে, কোন সৌদি নার্স ডিউটিতে থাকা অবস্থায় সেলফি তুলতে পারবে না।
যদি কারো বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায় তাহলে তার কমপক্ষে ১৫ দিনের কারাবাস ও সংশ্লিষ্ট হাসপাতালের গেটের সামনে ৫০ বেত্রাঘাতের শাস্তি পেতে হবে।
সৌদির এক হাসপাতালের চারজন নার্সের গ্রুপ সেলফি নিয়ে সমালোচনা হওয়ার পর আদালত উক্ত সিদ্ধান্ত জানিয়েছেন।
ডেইলি কুদরত।