শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

বাবা আলেমদের শ্রদ্ধা করতে শিখিয়েছেন: সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এর মেয়র বলেছেন, তার আওতাভুক্ত এলাকার সব ধর্মীয় প্রতিষ্ঠান গৃহ করের বাইরে রাখা হয়েছে।

তবে মসজিদের মালিকানাধীন যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে সর্বোচ্চ ছাড় দিয়ে কর নির্ধারণ করা হবে।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত মিলাদ মাহফিল ও ডিএসসিসির আওতাভুক্ত সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এসব কথা বলেন।

সভায় কয়েকটি মসজিদের ইমাম মসজিদের গৃহ কর মওকুফ করার জন্য মেয়রের প্রতি আহবান জানান।

এ সময় ডিএসসিসির আওতাভূক্ত সাড়ে ৯শ’ মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার দর বৃদ্ধি পাওয়ায় সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমপরিমাণ ভাতা দাবি করেন।

মেয়র পরিচ্ছন্ন নগরী গঠনে ইমাম-মুয়াজ্জিনদের সহযোগিতা কামনা করে বলেন, মসজিদে বয়ান দেয়ার সময় আপনারা পরিচ্ছন্ন নগরী গড়তে মুসল্লিদের উদ্দেশে কথা বলবেন। এই নগর সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, হাজারো সমস্যায় জর্জরিত এ শহর। এই শহরে আগে শতকরা ১০ ভাগ সড়ক বাতি জ্বলত না। এখন সারা ঢাকা এলইডি বাতির আলোতে আলোকিত। রাস্তাঘাট অনেক উন্নত। মাত্র দুই বছরের প্রচেষ্টা নগরীর এ পরিবর্তন এসেছে।

মেয়র বলেন, আমি বাবার হাত ধরে রাজনীতিতে এসেছি। আমার বাবা সবসময় আলেম-ওলামাদের সম্মান ও শ্রদ্ধা করতেন। বাসায় ভালো কিছু তৈরি হলে পাশের মসজিদের ইমাম ও এতিমখানার জন্য পাঠিয়ে দিতেন। আপনারা বাবার জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তাকে দীর্ঘায়ু দান করেন।

সূত্র : বাসস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ