আওয়ার ইসলাম: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর কয়েকটি আরব দেশ যে দুর্বল প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তার কঠোর সমালোচনা করেছে তুরস্ক।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু মঙ্গলবার বলেছেন, “কয়েকটি আরব দেশ খুবই দুর্বল প্রতিক্রিয়া দেখিয়েছে যেন তারা আমেরিকাকে অত্যন্ত ভয় পায়।” তিনি আরো বলেন, “যেসব দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় নি আমরা সেইসব দেশের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানাব।”
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুধবার ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সেখান থেকে এ সংস্থার সদস্য দেশগুলোকে আমেরিকার “আমি পরাশক্তি, আমি যা খুশি তাই করতে পারি” -এই মানসিকতার বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে।
এর আগে সোমবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, “আমেরিকা হচ্ছে রক্তা্ত ঘটনাবলীর অংশীদার এবং পুরো মধ্যপ্রাচ্যে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।”
তিনি আরো বলেছেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন না করা পর্যন্ত মুসলমানরা তাদের সংগ্রম বন্ধ করবে না।”
বায়তুল মুকাদ্দাস শহরে রয়েছে মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদ। -পার্সটুডে