আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের চলমান অস্থিরতা নিরসনে নেতাকর্মীদের নিজ নিজ অবস্থানে থেকে সহনশীল হওয়ার আহবান জানিয়েছেন দলের অন্যতম নীতিনির্ধারক, কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা জমিয়তের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন।
এক বিবৃতিতে তিনি সকল পক্ষকে ব্যক্তিস্বার্থের উর্ধ্বে উঠে বৃহৎ স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
শায়খ জিয়া উদ্দিন বলেন, জমিয়ত আকাবিরের ঘামঝরা পরিশ্রমের ফসল। শতবছর ধরে চলে আসা এক ঐতিহ্য। সংগ্রামের এক ইতিহাস। এর পেছনে রয়েছে অগণিত বুযুর্গাণের মেহনত, শ্রম, আবেগ, অনুভূতি আর শেষ রাতের কান্না। জমিয়ত শুধু আমাদের নয়, পুরো দেওবন্দিয়াতের সম্পদ। এ সম্পদ রক্ষার্থে আমাদের সবাইকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বস্তরের নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন শায়খ জিয়া উদ্দীন। দলের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবধরনের লেখালেখি বন্ধের আহবান জানান তিনি।
সোমবার (১১ ডিসেম্বর) সিলেট জেলা যুব জমিয়তের প্রচার সম্পাদ মাওলানা সালেহ আহমদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মাওলানা শায়খ জিয়া উদ্দীন আরো বলেন- জমিয়ত রক্ষায় মুরব্বিরা সবসময় আন্তরিক। কোন সময় কোন পদক্ষেপ নিতে হবে, মুরব্বিরা ভেবেচিন্তেই তা ঠিক করবেন। এক্ষেত্রে সাধারণ কর্মীদের ধৈর্য ও আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। আকাবিরের এ আমানত রক্ষায় সকলের সর্বাত্মক প্রচেষ্টা এবং আল্লাহর কাছে ফরিয়াদ জানানোর আহবান জানান তিনি।
এসএস/