আওয়ার ইসলাম: বেসরকারি এনজিও ব্রাককে পাকিস্তান ছাড়তে আল্টিমেটাম দিয়েছে সেদেশের সরকার। সংস্থাটি বিশ্বের অনেক দেশের মতো পাকিস্তানের নানারকম কার্যক্রম চালায়। বাংলাদেশেও কাজ করছে সংস্থাটি।
জানা যায়, ব্রাকের কার্যক্রম গুটিয়ে নেয়ার জন্য দুই মাসের নোটিশ বেঁধে দেয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে এনজিওগুলোর রিভিউ আবেদন করার অধিকার থাকছে বলে জানা গেছে।
ব্র্যাক ছাড়াও আরো ২০টি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থাকেও পাকিস্তান থেকে তাদের কার্যক্রম বন্ধ করার নোটিশ দেয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, সম্প্রতি দেশটিতে আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার জন্য পাকিস্তান সরকার বেশ কিছু নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। এসব এনজিও সেই মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় দুই মাসের মধ্যে দেশটিতে কার্যক্রম গুটিয়ে নিতে পাক সরকারের আল্টিমেটাম দিয়েছে।
আপেল চুরির সময় হাতেনাতে ধরা পড়ল ইসরায়েলি সেনা