নিহার মামদুহ
প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ভারতের দেরাদুনে অবস্থিত ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে (আইএমএ) পাসিং আউট প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেছেন।
৩ দিনের ভারত সফরে গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে এ সালাম গ্রহণ করেন।
গত শুক্রবার আইএমএ পৌঁছালে ভারতের আর্মি ট্রেনিং কমান্ডের (আর্টরাক) জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লে. জেনারেল এমএম নারাভানী ও আইএমএ’র কমান্ড্যান্ট লে. জেনারেল এস কে ঝা তাকে অভ্যর্থনা জানান।
রাতে তিনি আইএমএর ক্যাডেট ও অন্যান্য অফিসারদের সঙ্গে ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন।
আইএমএ বিশ্বখ্যাত সামরিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। এই একাডেমিতে ভারতীয় সেনাবাহিনীর ক্যাডেটরা এক বছর ব্যাপী প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে থাকেন এবং সফলভাবে প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে অফিসার হিসাবে কমিশন লাভ করেন।
ভারত সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীপ্রধান ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
দিল্লিতে তিনি প্রয়াত বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘অমর জোয়ান জ্যোতি’তে পুষ্পস্তবক অর্পণ করেন। ভারতীয় সেনাবাহিনী তার সম্মানে এক চৌকস গার্ড অব অনারও প্রদান করে।
সেনাপ্রধান সফরকালে দিল্লি ও দেরাদুনের বিবিধ সামরিক স্থাপনাও পরিদর্শন করেন।
সূত্র : আইএসপিআর