আওয়ার ইসলাম: ফিলিস্তিনির একটি ফলের দোকান থেকে আপেল চুরির সময় হাতেনাতে ধরা পড়ল ইসরায়েলি এক সেনা। পশ্চিমতীরের হেবরন শহরে এ ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিও ফুটেজেও ওই সেনা কর্মকর্তার চুরির ঘটনা ধরা পড়ে। আপেল চোর কর্মকর্তাকে এর আগে ইসরায়েল ও ফিলিস্তিনের মাঝে এক সংঘর্ষে দেখা যায়।
এদিকে ঘটনাটি ভাইরাল হওয়ার পর অভিযুক্ত সেনা সদস্যকে বরখাস্ত করেছে ইসরায়েল।
দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা ইসরায়েলি সেনাবাহিনীর একজন সদস্য বা কর্মকর্তার কাছে যে আচরণ প্রত্যাশা করি, এটা তার সঙ্গে বিপরীত। তাকে বরখাস্ত করা হয়েছে এবং নিয়ম অনুসারে সাজা দেয়া হবে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর দেশটিতে চলছে সংঘর্ষ। এর মধ্যেই ঘটনা এমন ঘটনা।
ফিলিস্তিনের সমস্যা সমাধানে কারজাভির সাত দফা