আওয়ার ইসলাম: জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিক্কি হ্যালি অভিযোগ করেছেন, জাতিসংঘ মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা করার বদলে শান্তি নষ্টের চেষ্টা করছে।
শুক্রবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক জরুরি বৈঠকে তিনি এ অভিযোগ করেন।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার ব্যাপারে হ্যালি বলেন, ‘জেরুজালেম যে ইসরায়েলের রাজধানী এই ঘোষণা অবশ্যই তার স্বীকৃতি।’
‘যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে টেকসই শান্তি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ’ দাবি করে হ্যালি বলেন, ‘ইসরায়েল অথবা কোনো রাষ্ট্রীয় জোট, ইসরায়েলের বিরুদ্ধে যাদের অবজ্ঞা প্রমাণিত তাদের জাতিসংঘের চুক্তি ভঙ্গ করা উচিৎ হবে না।’
উল্লেখ্য, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন।
ট্রাম্পের ঘোষণায় ঈশ্বর কাঁদছেন