হাওলাদার জহিরুল ইসলাম: বেসরকারি সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বাইতুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী ঘোষণার বিরোধিতা করে চীন বলেছে, জেরুজালেম ফিলিস্তিনেরই রাজধানী। জেরুজালেম ইস্যুতে আমেরিকার বিরোধিতায় চীন রাশিয়ার ভূমিকা একই।
অপর দিকে রুশপ্রধান পুতিন এক প্রতিক্রিয়ায় বলেছেন, ট্রাম্পের এমন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বড় বাধা হয়ে দাঁড়াবে।
উল্লেখ্য, কানাডা সরাকর জানিয়েছে, তাদের দূতাবাস তেলআবিবেই থাকবে। তবে ভারত এখনো পর্যন্ত ডোনাল্ড ট্র্রাম্পের সিদ্ধান্তে ব্যাপারে স্পষ্ট কিছু বলেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, জেরুজালোম বিষয়ে তাদের উদার মেনোভাব রয়েছে।
খবর: ডেইলি কুদরত।