প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ক্রুটির ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ১১ আসামিকে অব্যাহতি প্রদানের সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এই প্রতিবেদন দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির পরিদর্শক মাহবুবুল আলম।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ক্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। ক্রুটি মেরামত করে সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতির পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান।
এসএস/