শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

এবার দিল্লি মসজিদকে ‘যমুনা দেবীর মন্দির’ দাবি করল বিজেপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দিল্লির ঐতিহাসিক জামে মসজিদকে ‘যমুনা দেবীর মন্দির’ বলে দাবি করলেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার।

তিনি বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, মোঘল সম্রাটরা প্রায় ছয় হাজার স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়। দিল্লির জামে মসজিদ আসলে ছিল যমুনা দেবীর মন্দির, তাজমহল ছিল তেজো মহালয়া। খবর হিন্দি সিয়াসত ও পার্সটুডের।

তার দাবি, কমপক্ষে সাড়ে ছয় হাজার এমন হিন্দু স্থাপনা রয়েছে। যদি রাম মন্দির নিয়ে নিষ্পত্তি না হয় তাহলে সব দাবি করা হবে।

তিনি বলেন, অযোধ্যায় কেবল হিন্দুদের দাবি থাকতে পারে, আর কারো নয়। অযোধ্যায় পুজো হচ্ছে, তা হতে থাকবে। ওই ভূমি রামের এবং রামেরই তা থাকবে।

বিনয় কাটিয়ার আরও বলেন, ‘আমরা কেবল তিন স্থানের দাবি জানিয়েছি। রামের জন্মস্থান, কৃষ্ণের জন্মস্থান এবং বিশ্বনাথ মন্দির। অন্যথায় জামে মসজিদও যমুনা মন্দির ছিল এবং তাজমহলও তেজোমহালয়া মন্দির ছিল। আমরা বিতর্ক বাড়াতে চাই না যদি মন্দির নির্মাণ হয় তাহলে বিতর্ক শেষ হয়ে যাবে।’

এদিকে, বিনয় কাটিয়ার ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের সভাপতি ইমাম সাজিদ রশিদি।

তিনি বলেন, ‘এটা ঠিক যে এসব লোক দেশে বিদ্বেষের রাজনীতি এবং সন্ত্রাস ছড়াতে চান। তারা দেশকে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চায় কিন্তু এই দেশ হিন্দু রাষ্ট্র হতে পারে না, কারণ এটি বহু সংস্কৃতির দেশ।’

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ