আওয়ার ইসলাম: আজ ৮ ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিসের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর নেতৃত্বে ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার পর সংগঠনটি ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ১৯৯৩ সালে বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবিতে ভারত অভিমুখে লংমার্চ, ১৯৯৪ সালে ধর্মদ্রোহীদের বিরুদ্ধে আন্দোলন, পার্বত্য কালো চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ, ফতোয়া বিরোধী রায় বাতিলের দাবিতে আন্দোলনসহ
সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন আন্দোলন, আল্লাহ, রাসূল সা: ও ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান পাসের দাবিতে আন্দোলনসহ দেশ ও ইসলাম বিরোধী সব ষড়যন্ত্রের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক একযুক্ত বিবৃতিতে ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকল নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষী সহ দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং দেশের বিভিন্ন জেলা ও থানা শাখাগুলোতে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আহ্বান জনান।
দ্বীনি কাজে পরস্পরকে শ্রদ্ধা ও মহব্বত