আওয়ার ইসলাম : ২ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন তুর্কি বিন আলি ইলদিরিম। ১৯ ডিসেম্বর তিনি ঢাকা পৌঁছাবেন।
সফরকালে তুর্কি প্রধানমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এর আগে তুরস্কের ফার্স্ট লেডি এমিলা এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু বাংলাদেশ সফর করেছেন। তারা রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে তারা কথা বলেন এবং তাদের দেশত্যাগের কারণ, দুর্ভোগ, নির্যাতনের বর্ণনা ইত্যাদি শোনেন।
হিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ সরকারের পাশে থাকার কথা ঘোষণা করেছিলেন তারা।
এবারের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী বিন আলি ইলদিরিমের রোহিঙ্গা ইস্যুসহ অন্যান্য দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপাক্ষিক আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।