অনলাইন ডেস্ক: বাংলাদেশে ধর্ষণকারীর সঙ্গে ধর্ষিতা নারীর বিয়ে নিষিদ্ধ হচ্ছে। সরকার বাল্যবিবাহ নিরোধ আইনের যে খসড়া বিধিমালা চূড়ান্ত করেছে, তাতে ধর্ষণকারী বা অপহরণকারীর সঙ্গে কোনো অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
সরকারের একটি আন্তমন্ত্রণালয় কমিটি মঙ্গলবার বাল্যবিবাহ নিরোধ আইনের এই বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে। খসড়াটি আইন মন্ত্রণালয় হয়ে অনুমোদনের জন্য সংসদে যাবে। নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, চূড়ান্ত করা খসড়া বিধিমালায় বলা হয়েছে ধর্ষক, অপহরণকারী বা জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনকারীর সঙ্গে বাল্যবিয়ে দেওয়া নিষিদ্ধ করা হচ্ছে।
বিধিমালায় পরিষ্কারভাবে বলা হয়েছে, ধর্ষণের শিকার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশে ধর্ষণের শিকার মেয়েদের শালিসের মাধ্যমে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার একটি সামাজিক রীতি প্রচলিত আছে। আপসে এ ধরনের বিয়ের মাধ্যমে ধর্ষক প্রায়ই বিচার এড়িয়ে যায় বলে অভিযোগ রয়েছে। সুত্র: বাংলাদেশ প্রতিদিন।
এসএস/