হাওলাদার জহিরুল ইসলাম: সৌদি গণমাধ্যমের ভাষ্য মতে, দীর্ঘ ২৫ বছর পর আগামী শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে পুনরায় নববী মেহরাবে জুমার নামাজ আদায় করা হবে৷
বর্তমানে মসজিদে নববীতে মেহরাবে উসমানীর মধ্যে ইমামতি করানো হচ্ছে৷ দ্বিতীয় খলিফা হজরত উমর বিন খাত্তাব রা. এর ইন্তেকালের পর হজরত উসমান রা. মসজিদে নববী সম্প্রসারণকালে যে মেহরাব তৈরী করেছিলেন তাকে ‘মেহরাবে উসমানী’ বলা হয়৷
আর হজরত মুহাম্মাদ সা. জীবিত অস্থায় যে মেহরাব বানিয়ে নামাজ পড়িয়েছেন তাকে ‘মেহরাবে নববী’ বলা হয়ে থাকে৷ নববী মেহরাবে হজরত আবু বকর ও হজরত উমর রা. এর ইমামতিতে নামাজ করা হয়েছে৷
আজ থেকে ২৫ বছর পূর্বে ইমামতির জন্য মেহরাবে নববীই ব্যবহার করা হতো৷ কিন্তু মসজিদে নববীতে দর্শনার্থীদের চাপ সমালানো ও শৃঙ্খলা বজায় রাখতে মেহরাবে উসমানীতে ইমামতের সিদ্ধান্ত হয়৷
মেহরাবে নববীতে সর্বশেষ ১৪১৪ হিজরীতে বিতরের নামাজ আদায় করা হয়েছিলো৷
সূত্র: ডেইলি পাকিস্তান