আওয়ার ইসলাম : লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছেন।
ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক রিপোর্টে তথ্য প্রদান করেছে।
রয়টার্স প্রতিবেদনে লেবাননের মন্ত্রিসভার উদ্ধৃতিতে দাবি করেছে লেবাননের রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি লক্ষ্য রেখে হারিরি পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন। পদত্যাগপত্র প্রত্যাহার করায় মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
মন্ত্রিসভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘সমস্ত রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়েছে যে, লেবাননের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের স্বার্থে যেকোনো ধরনের দ্বন্দ্ব-সংঘাত, যুদ্ধ অথবা আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে তারা নিজেদেরকে দূরে রাখবে।’
গত ৪ নভেম্বর সৌদি সফরে গিয়ে আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি। পদত্যাগের কারণ হিসেবে ইরান সমর্থিত শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহকে দায়ী করেন তিনি।
হারিরি বলেছিলেন, খুন হওয়ার ভয়েই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে বিশ্লেষকদের দাবি, সৌদি আরবের চাপেই পদত্যাগ করেছেন তাদের মিত্র হারিরি। হিজবুল্লাহ’র মুখোমুখি হতে ব্যর্থ হওয়ায় তাকে ‘সরিয়ে দিয়েছে’ সৌদি কর্তৃপক্ষ।
তবে তার পদত্যাগের সিদ্ধান্ত মেনে নেননি লেবানিজ প্রেসিডেন্ট মিশেল আউন।
তিনি জানিয়েছিলেন, দেশে ফিরে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সিদ্ধান্ত নেবেন তিনি। এরপর দেশে ফিরেই সাদ হারিরি জানান, পদত্যাগ করছেন না তিনি। আর এবার আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলেন পদত্যাগপত্র।