আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবি জানিয়ে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন বেলুচিস্তানের নেত্রী নায়েল কাদরি।
হাফেজ সাঈদের সাথে পারভেজ মোশাররফের নির্বাচনী জোট গঠনের আগ্রহ প্রকাশ করায় নায়েল কাদরি এই দাবি জানান।
লস্কর–ই–তৈবার নেতা হাফিজ সাঈদ সম্প্রতি গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি পেয়ে পাকিস্তানের সাধারণ নির্বাচনে লড়ার কথা ঘোষণা করেন। তার এই ঘোষণার পর একটি পাকিস্তানি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে হাফেজ সাঈদের সাথে জোট করার আগ্রহ প্রকাশ করে পারভেজ মোশাররফ জানিয়েছেন, ‘হাফিজ আমাদের জোটে যোগ দিতে চাইলে তাঁকে স্বাগত জানাব।
নিজেকে নির্দোষ দাবি হাফেজ সাঈদের
হাফেজ সাঈদের প্রশংসা করে পারভেজ বলেন, লস্কর ভালো কাজ করছে। তারা কাশ্মীরে সক্রিয়। তাদের জেহাদি কাজকর্মের প্রতি আমার সমর্থন রয়েছে। এছাড়াও তিনি নিজে হাফিজ সাইদের ফ্যান বলে জানিয়েছেন পারভেজ মোশারফ।
উল্লেখ্য, লস্কর-ই তৈয়বা মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন এবং হাফেজ সাঈদ আন্তর্জাতিক জঙ্গি। এ কারনে হাফেজ সাঈদকে সমর্থন করায় পারভেজ মোশারফকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবি জানিয়েছে বেলুচিস্তান নেত্রী নায়েল কাদরি।
এসএস/