শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

১৭ টি স্বর্ণের বারসহ তিন ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
অাজ সোমবার সকালে বেনাপোল আর্ন্তজাতিক কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে ভারতে পাচারের সময় ১৭টি স্বর্ণের বারসহ তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

জব্দকৃত স্বর্ণের বারগুলো ভারতীয় নাগরিকদের তলপেটে ছিল। ওই স্বর্ণের বারগুলোর মূল্য ১ কোটি টাকা বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান।

আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন- ধীমান সরকার (৩৮) কলকাতার গৌরি সারাইল গ্রামের ধীরেন নাথ সরকারের ছেলে, নীতিশ সিং (২৫), কলাকাতার ২৪ পরগনা জেলার ধীরেন্দ্র সিংহের ছেলে এবং মহেশ লাল (২৯) পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর থানার বীরজু লালের ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের ডেপুটি কমিশনার মো. আব্দুস সাদেক জানান, বিপুল পরিমাণ স্বর্ণপাচার হয়ে ভারতে যাচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম বেনাপোল আর্ন্তজাতিক কাস্টমস চেকপোস্ট এলাকায় ওঁৎ পেতে থাকে।

পরে সেখান থেকে ভারতগামী পাসপোর্ট যাত্রী ধীমান সরকার, নীতিশ সিং ও মহেশ লালকে আটক করে।

পরে তাদের মেডিসিন খাইয়ে পেটের ভেতর থেকে পৃথকভাবে ১৭টি স্বর্ণের বার জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের ওই কর্মকর্তা জানান, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টকে নিরাপদ রুট হিসেবে দীর্ঘদিন ব্যবহার করে পাসপোর্টযোগে স্বর্ণপাচার করে আসছিল।

আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে  এবং এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ