সাবেক সেনা শাসক আলি আবদুল্লাহ সালেহ ও তার অনুসারীরা হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে! এই মুহূর্তে তারা হুথিদের বিরুদ্ধে রাজধানী সানআ'তে বিশাল বিক্ষোভ করছে।
অথচ এতদিন দু পক্ষই সম্মিলিত ভাবে সৌদি জোটের বিরুদ্ধে লড়াই করে আসছিল।
ধারণা করা হচ্ছে, আলি আবদুল্লাহ সালেহ সৌদি-জোটের সঙ্গে যোগ দিয়েছেন। ইয়েমেনে হুথিদের শক্তিশালী ভাবা হলেও মুলত আলি আব্দুল্লাহ সালেহ ও তার অনুসারীরা বেশি শক্তিশালী। কারণ তিনি সেনা শাসক হিসেবে বাইশ বছর দেশ শাসন করেছেন। রাষ্ট্রের ও সেনাবাহিনীর সকল গুরুত্বপূর্ণ পদ তার নিকটজনের দখলে ছিল।
অন্যদিকে প্রায় সকল প্রভাবশালী গোত্রসমুহ তার সাথে যোগ দিয়ে লড়াই করছে। চতুর সালেহ যুদ্ধের আঁচ করতে পেরে আগে ভাগে ক্ষেপণাস্ত্রসহ যাবতীয় যুদ্ধাস্ত্র বিভিন্ন দুর্গম পাহাড়ের নিচে লুকিয়ে ফেলে। যে কারণে সৌদি জোটের তুমুল বিমান হামলাও তেমন সুবিধা করতে পারেনি।
এক পর্যবেক্ষণ বলা হয়, তার সময়েই ইয়েমেন আরব বিশ্বের পঞ্চম সামরিক শক্তিশক্তিধর রাষ্ট্রে পরিণত হয়।
মুফতি নজরুল ইসলাম মামুন
ইমাম ও খতিব, আরব আমিরাত