হাওলাদার জহিরুল ইসলাম
যাত্রাবাড়ী থেকে
আজ রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় চলমান মজলিসে দাওয়াতুল হকের মারকাযি ইজতেমায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশে’র যুগ্ম মহাসচিব ও জামিয়া রহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক বলেছেন, আল্লামা মাহমূদুল হাসানের তত্বাবধানে মজলিসে দাওয়াতুল তার লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে৷
তিনি বলেন, মজলিসে দাওয়াতুল হক আমাদের আকাবির ও আসলাফের আমানত৷ হজরত হাফেজ্জী হুজুর রহ. সর্বপ্রথম বাংলাদেশে সূচনা করেন৷ এরপর হারদুঈ হজরত শাহ আবরারুল হক রহ. এর পরামর্শে পূর্ণদ্যোমে কাজ শুরু হয়৷ তিনি আল্লামা মাহমুদুল হাসানকে বাংলাদেশে মজলিসে দাওয়াতুল হকের আমীর নিযুক্ত করেন৷
হজরত হাকিমুল উম্মত রহ. যে উদ্দেশ্যে দাওয়াতুল হক প্রতিষ্ঠা করেছিলেন আল্লামা মাহমুদুল হাসানের তত্বাবধানে সে উদ্দেশ্যের বাস্তবায়ন পরিলক্ষিত হচ্ছে৷ শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ দাওয়াতুল হকের কাজে সম্পৃক্ত ছিলেন৷ তিনিও হারদুঈ হজরতের সোহবত নিয়েছেন৷
তিনি বলেন, অধিক মুসলমান থেকে খাঁটি ঈমানওয়ালা অল্প মানুষ যথেষ্ট৷ আর সুন্নতের অনুসরণের মাধ্যমে মানুষ পূর্ণতা পায়৷ দাওয়াতুল হক সে উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে৷ সারা বাংলাদেশের সব উলামা দলমত নির্বিশেষে প্রত্যক্ষ-পরোক্ষভাবে এই প্লাটফর্মে কাজ করছেন৷
‘শুধু নামাজ-রোজার সুন্নত নয় সুন্নত হলো রাসুলের পরিপূর্ণ জীবন’