আওয়ার ইসলাম: পাকিস্তানের একটি প্রশিক্ষণ কেন্দ্রে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে নয়জন নিহত ও আরও ৩৭ জন আহত হয়েছেন।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের এগ্রিকালচারাল ট্রেনিং ইন্সটিটিউটে আজ শুক্রবার সকালে এ হামলা চালানো হয়। খবর দ্য ডনের।
এদিকে তেহরিক-ই-পাকিস্তান এ হামলার দায় স্বীকার করেছে।
পুলিশ জানাচ্ছে, তিনটি বড় ধরনের বিস্ফোরণের পর এ হামলা চালানো হয়। তারা বলছে, কৃষি অধিদপ্তরের বিপরীত দিকে এগ্রিকালচারাল ট্রেনিং ইন্সটিটিউটের হোস্টেলে এ হামলায় কমপক্ষে চার জঙ্গি অংশ নেয়।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হোস্টেলের ভেতর থেকে ৮ থেকে ১০ জনকে বের করে আনতে সক্ষম হন তারা।
প্রাথমিক রিপোর্ট ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ১৭ জনকে খাইবার টিচিং হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তারা জানাচ্ছে, আহতদের মধ্যে তিনজন মারা গেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে সাতজন ছাত্র, একজন ফ্রন্টিয়ার কর্পোসের কর্মকর্তা, একজন পুলিশ কর্মকর্তা, একজন নিরাপত্তারক্ষী ও একজন সাংবাদিক রয়েছেন।