আওয়ার ইসলাম: সৌদি আরবের কাছে বিতর্কিত অস্ত্র বিক্রি বর্জন করতে গ্রিস সরকারের প্রতি আহবান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
তাদের মতে, সৌদি সরকার এসব অস্ত্র চলমান ইয়েমেন যুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর ব্যবহার করতে পারে।
দুই দেশের মধ্যে প্রস্তাবিত অস্ত্র বিক্রি চুক্তিতে সোমবার এ শীর্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, এটি আসলে খুবই বিপজ্জনক কারণ। এ সামরিক অস্ত্র সৌদি জোট ইয়েমেনের বেসামরিক নাগরিকদের ওপর প্রয়োগ করতে পারে।
এদিকে গ্রিকবিরোধী দলগুলো এই চুক্তির প্রতি অস্বীকৃতি জানিয়েছে। তবে সৌদি সরকারের কাছে অস্ত্র বিক্রির চুক্তি নিয়ে সমালোচনার শিকার হয়ে সরকারি সিরজা পার্টি এ চুক্তি বাতিলের কথা জানিয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস এ সংকট মোকাবেলার আশ্বাস দিয়েছেন।