হাওলাদার জহিরুল ইসলাম: বৃটেন প্রধানমন্ত্রী থেরেসা মে সৌদি বাদশাহ শাহ সালমানের সঙ্গে সাক্ষাত করেছেন।
সৌদি গণমাধ্যমের ভাষ্য মতে, সৌদি সফরে আসা বৃটেন প্রধানমন্ত্রী থেরেসা মে রাজধানী রিয়াদে সৌদি শাহি মহলে সৌদি আরবের বাদশাহ শাহ সালমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাক্ষাতে মিলিত হয়েছেন।
এতে জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বিরোধী অভিযান ও দুই দেশের পারস্পরিক স্বর্থ নিয়ে মতবিনিময় হয়।
ওই বৈঠকে যুবরাজ মুহাম্মাদ বিন সালমান, রিয়াদ গভর্নর যুবরাজ ফয়সাল বিন আবদুল আজিজ, সৌদি বাদশাহর উপদেষ্টা মানসুর বিন মুতআব বিন আবদুল আজিজ, বৃটেনে সৌদির রাষ্ট্রদূত মুহাম্মাদ বিন নাওয়াফ বিন আবদুল আজিজ, স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ বিন সাউদ বিন নায়েফ, পররাষ্ট্রমন্ত্রী আদিল আল যুবাইর ও সৌদিতে নিযুক্ত বৃটেনের রাষ্ট্রদূতসহ দুই দেশের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডেইলি পাকিস্তান